Country

1 week ago

Shivraj Chauhan:''বিকশিত ভারত''-এর স্বপ্ন পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত কৃষি : শিবরাজ চৌহান

Shivraj Chauhan
Shivraj Chauhan

 

নয়াদিল্লি : ''বিকশিত ভারত''-এর রূপকল্প বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত হল কৃষি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।  কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমি প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাকে কৃষির এই গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন... ''বিকশিত ভারত''-এর স্বপ্ন পূরণের জন্য কৃষি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত... কৃষির মাধ্যমে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়... আমরা শীঘ্রই ১০০ দিনের জন্য আমাদের বিভাগীয় পরিকল্পনা জারি করব।"

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম অনুষ্ঠান বারাণসীতে অনুষ্ঠিত হতে চলেছে৷ তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী-কিষাণ সম্মান নিধির অর্থ প্রদান করবেন।" শিবরাজ আরও বলেছেন, "আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। পিএম ফসল বিমা যোজনার মাধ্যমে ৪ কোটিরও বেশি কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে। বিশ্বব্যাপী দাম বৃদ্ধি সত্ত্বেও, কৃষকরা সাশ্রয়ী মূল্যে সার পাচ্ছেন।"

You might also like!