Country

3 weeks ago

AC special train :১২ এপ্রিল থেকে জাগিরোড ও শিয়ালদহের মধ্যে চলবে এসি স্পেশাল ট্রেন

AC special train
AC special train

 

গুয়াহাটি  : গ্রীষ্মকালে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে আগামী ১২ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত অসমের জাগিরোড ও শিয়ালদহের মধ্যে উভয় দিক থেকে ১২ ট্রিপের জন্য একটি এসি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেল। এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই এসি স্পেশাল ট্রেনের সুযোগ নিতে পারবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, সিদ্ধান্ত অনুযায়ী, স্পেশাল ট্রেন নম্বর ০৩১০৫ শিয়ালদহ-জাগিরোড ১২ এপ্রিল থেকে ২৮ জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার শিয়ালদহ থেকে সকাল ৯-টায় রওয়ানা দিয়ে পরের দিন সকাল ০৬.৩০ মিনিটে জাগিরোড পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৩১০৬ জাগিরোড-শিয়ালদহ ১৩ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার জাগিরোড থেকে বেলা ১-টায় রওয়ানা দিয়ে পরের দিন বেলা ১-টায় শিয়ালদহ পৌঁছবে।

তিনি জানান, ১৬টি এসি-৩ টিয়ার কামরা নিয়ে গঠিত এই স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রার সময় গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বান্ডেল, নৈহাটি হয়ে চলাচল করবে।

এই স্পেশাল ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

You might also like!