দুরন্ত বার্তা
ডিজিটাল ডেস্কঃ- বেশ কিছু দিন ধরেই একের পর
এক বিমানে আসছিল বোমা হামলার হুমকি। হুমকি পেয়ে সর্তক ছিল সংস্থা, সাথে রুটও বদল করেছেন
যাত্রীরা। তবে সময় গড়াতেই দিনের আলোর মতো সামনে এল সত্যিটা। যাবতীয় হুমকি হয়ে গেল ভুয়ো।
আধিকারিক সূত্রে
খবর, আকাসা এয়ারের ২৫টি বিমানে এই ধরনের হুমকি গিয়েছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো
এবং ভিস্তারা উড়ান সংস্থার ২০টি করে বিমানে হুমকি গিয়েছে। স্পাইস জেট এবং অ্যালায়েন্স
এয়ারেরও পাঁচটি করে বিমানে হুমকি গিয়েছে। এই বোমাতঙ্কগুলির আগে পর্যন্ত ১৭০টি বিমানে
বোমা থাকার ভুয়ো হুমকি ছিল। এই ঘটনায় বিমানে ভুয়ো বোমাতঙ্কের ঘটনা বৃদ্ধি পেয়ে হল অন্তত
২৬৫।
সাম্প্রতিক
এই ঘটনাগুলিতে উদ্বিগ্ন কেন্দ্রও। ভুয়ো বোমাতঙ্কে অভিযুক্তদের উড়ান সংস্থার ‘নো ফ্লাই
লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও চলছে। এই তালিকায় থাকার অর্থ সংশ্লিষ্ট উড়ান
সংস্থার কোনও বিমানে তাঁরা উঠতে পারবেন না। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন
নায়ডুও জানিয়েছেন, বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো অপরাধ হিসাবে গ্রাহ্য হবে। ভুয়ো বোমাতঙ্কের
ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত আটটি মামলা রুজু করেছে।