Country

5 hours ago

Ludhiana canal accident:খালে ট্রাক পড়ে লুধিয়ানায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ অন্ততপক্ষে ৫ জন

Ludhiana truck accident
Ludhiana truck accident

 

লুধিয়ানা, ২৮ জুলাই : পাঞ্জাবের লুধিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু-সহ ৬ জনের। হিমাচল প্রদেশের নয়না দেবী মন্দিরে পুজো দিয়ে পুণ্যার্থী বোঝাই একটি পিকআপ ট্রাক ফিরছিল। রবিবার রাতে মালেরকোটলা রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাকটি জাগেরা ব্রিজ থেকে শিরহিন্ড খালে পড়ে যায়। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি ৫ জনের খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ট্রাকে মোট ২৫ জন ছিলেন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান লুধিয়ানার ডেপুটি কমিশনার হিমাংশু জৈন, এসএসপি খান্না ডঃ জ্যোতি যাদব, বিধায়ক মনবিন্দর সিং গিয়াসপুরা এবং পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। খাল থেকে মৃতদেহগুলি উদ্ধারের জন্য ডুবুরির সাহায্য নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশের মাতা নয়না দেবী মন্দিরে পুজো শেষে সকলেই নিজেদের গ্রাম মানকওয়ালে ফিরছিলেন।

You might also like!