Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Cooking

8 hours ago

Mashed Potato: শীতের মরশুমে জলখাবারে ‘ম্যাশড পোট্যাটো’—রইল ভিনদেশী আলু মাখার সহজ রেসিপি

Mashed potato
Mashed potato

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিমা দেশগুলিতে প্রাতরাশের থালায় সব্জি ও মাংসের পাশাপাশি আলুমাখা—যা ‘ম্যাশড পোট্যাটো’ নামে পরিচিত—প্রায় অপরিহার্য। ভারতেও আলুমাখার কদর কম নয়, যদিও এখানে তা সাধারণত ভাতের সঙ্গে খাওয়া হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে শহরাঞ্চলে দ্রুত বিস্তার লাভ করা ক্যাফে সংস্কৃতি বদলে দিচ্ছে খাবারের স্বাদ ও অভ্যাস। সেই সঙ্গেই জনপ্রিয়তা পাচ্ছে পশ্চিমা ধাঁচের এই আলুমাখা।

খাদ্যরসিকদের মতে, স্নিগ্ধ টেক্সচার ও মৃদু মাখনের গন্ধে ম্যাশড পোট্যাটো এখন ক্যাফে মেনুর একটি বিশেষ আকর্ষণ। শুধু স্টেক বা গ্রিলড চিকেন নয়, নানা রকম বার্গার, প্ল্যাটার ও ব্রাঞ্চ মেনুতেও এটি নিয়মিত জায়গা করে নিচ্ছে। অনেকেই বলছেন, ভারিক্কি নাম হলেও বানানো কিন্তু মোটেও কঠিন নয়। কয়েকটি সহজ ধাপ মেনে ঘরেই তৈরি করা যায় আসল স্বাদের আলুমাখা।

আজকের প্রতিবেদনে উল্লেখিত হলো  ‘ম্যাশড পোট্যাটো’-রেসিপি-

উপকরণ:

২-৩টি মাঝারি আকারের আলু

গোলমরিচ

অর্ধেক কাপ দুধ বা ভারী ক্রিম

৪ টেবিল চামচ মাখন

স্বাদমতো নুন

প্রণালী: 

প্রথমেই আলুগুলি সেদ্ধ করে নিন। প্রেশার কুকারে সিটি দিয়ে নিন, অথবা এমনি জলভর্তি বাটিও গ্যাসে বসিয়ে নিতে পারেন। সেদ্ধ করার সময়ে অল্প নুন দিয়ে দিন জলে। যাতে সেদ্ধ করার সময়েই আলুতে নুনের স্বাদ প্রবেশ করতে পারে। এর পর জল ঝরিয়ে ঝাঁঝরিতে রেখে দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যেতে পারে। আলু শুকোনোর সময়ে একটি পাত্রে দুধ আর মাখন মিশিয়ে ঢিমে আঁচে বসিয়ে দিন। মাইক্রোওয়েভ ওভেনেও বসাতে পারেন। মাখন গলে যাওয়া পর্যন্ত গরম করলেই যথেষ্ট।

আলুগুলি শুকিয়ে গেলে হাত দিয়ে বা স্ম্যাশ করার হাতা দিয়ে মেখে নিন। একেবারে মিহি, নরম না হওয়া পর্যন্ত আলুগুলি মাখতে হবে। এ বার এর উপর দিয়ে ধীরে ধীরে দুধ আর মাখনের মিশ্রণটি ঢেলে দিন। তার পর আরও কয়েক দফা ঘেঁটে নিন আলুমাখাটি। দেখবেন, যেন অতিরিক্ত দুধ না মিশিয়ে ফেলেন। মাপ একেবারে কাঁটায় কাঁটায় হতে হবে। বেশি হয়ে গেলে জলীয় হয়ে যেতে পারে। শেষে নুন আর গোলমরিচ ছড়িয়ে দিন। অনেকে আবার রসুনও দিয়ে দেন ম্যাশড পোট্যাটোর উপর। প্রস্তুত হয়ে গেল ভিন্‌দেশি আলুমাখা।

You might also like!