Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Cooking

9 months ago

Lahori Green Chicken Recipe: এক অনন্য স্টাইলে ‘লাহোরি গ্রিন চিকেন’ রইল আপনাদের জন্য

Lahori Green Chicken (Symbolic Picture)
Lahori Green Chicken (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার আমাদের রান্নার বিষয় হল ভিনদেশের অর্থাৎ পাকিস্তানের  ‘লাহোরি গ্রিন চিকেন’। পাকিস্তানের খাবারের গল্প করতে বসলে শেষ হবে না। ঠিক কলকাতার বাঙালিদের মতোই ভোজনরসিক সেখানকার মানুষ। এবং তাঁদের খাবারের ঘরানা পাকিস্থানকে দিয়েছে এক অনন্য মাত্রা। যাক গে বেশি কথা না বাড়িয়ে চটপট দেখে নেওয়া যাক রেসিপি। 

লাহোরি গ্রিন চিকেন রেসিপি

উপকরণ

মুরগির মাংস- ১.৬ কেজি

ধনে পাতা- ১ কাপ

কাঁচা লঙ্কা- ৪-৫টি

পুদিনা পাতা- ১ কাপ

সাদা তেল- ১ কাপ

দেশি ঘি (অপশনাল)- ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ

লঙ্কাগুঁড়ো- ১/৩ কাপ

হলুদ গুঁড়ো- ১/৩ টেবিল চামচ

দই- ২০০ গ্রাম

সাদা গোলমরিচের গুঁড়ো- ১.৫ টেবিল চামচ

কালো গোলমরিচের গুঁড়ো- ১.৫ টেবিল চামচ

জিরা গুঁড়ো - ১ টেবিল চামচ

নুন- ১.৫ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম- ১৫০ মিলি

স্প্রিং অনিয়ন- ৩-৪টি

প্রণালী

মুরগির মাংসগুলির টুকরোগুলি যেন একটু বড় হয়। মাংসের পিসগুলি ভালো করে ধুয়ে নিন।

ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা ভালো করে জলে ধুয়ে , জল ঝরিয়ে, বেটে নিন। প্রয়োজন মতো জল দেবেন। বেশি জল যেন না হয়।

দই খুব ভালো করে ফেটিয়ে রাখুন। দানা দানা যেন না থাকে।

আদা-রসুন মিহি করে বেটে নিন।

কয়েকটি কাঁচা লঙ্কা, খানিকটা ধনে পাতা এবং স্প্রিং অনিয়ন কুচিয়ে নিন।

কড়াইয়ে তেল এবং ঘি গরম করুন। সাবেকি রান্নাটিতে ঘি দেওয়ার রীতি। ইচ্ছে না হলে ঘি নাও দিতে পারেন। এই রান্নায় তেল একটু বেশি লাগে।

তেল গরম হয়ে গেলে তাতে আদা-রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন।

এবার এতে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়।

এবার এতে চিকেনগুলি দিয়ে দিন। দশ থেকে পনেরো মিনিট চিকেন ভাজতে থাকুন।

চিকেন আধ সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিন কাঁচালঙ্কা কুচি।

নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিন ধনে-পুদিনা পাতা বাটা। খুব ভালো করে কষাতে থাকুন।

মিনিট পাঁচেক কষিয়ে ঢাকনা দিয়ে দিন।

মিনিট দশেক পর এতে দিয়ে দিন ফেটানো দই। ফের কষাতে থাকুন।

এবার একে একে মিশিয়ে নিন সাদা গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। ফের কষাতে থাকুন।

এবার এতে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে কষাতে থাকুন।

এতে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে মেশান।

লাহোরি চিকেনে মিষ্টিভাব একেবারেই থাকে না। তবে নিজের স্বাদ এবং পছন্দ অনুযায়ী সামান্য চিনি দিতে পারেন।

ফের ভালো করে কষাতে থাকুন। এবার এতে দিয়ে দিন ফ্রেশ ক্রিম।

প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। তবে এটি ঘন গ্রেভির রান্না। জল বিশেষ না দিলেও হয়। ভালো মতো কষে গেলে তেল আলাদা হবে।

এবার উপড়ে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি এবং স্প্রিং অনিয়ন (অপশনাল)।

লাহোরি গ্রিন চিকেন সবচেয়ে ভালো লাগে বাসমতি রাইসের সঙ্গে। তবে ইচ্ছা হলে নান, রুমালি বা তন্দুরি রুটি, পরোটা ইত্যাদি দিয়েও খাওয়া যায়।

You might also like!