Cooking

1 year ago

Doi Chat Recipe : সন্ধ্যাবেলায় কিছু চটাপটা খেতে মন হচ্ছে ? বানিয়ে ফেলতে পারেন দই চাট

Doi Chat (Symbolic Picture)
Doi Chat (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্ধ্যা হলেও চায়ের সঙ্গে টায়ের একটা ব্যাপক ক্রেভিং হয় বাঙালিদের। অথচ তেলে ভাজা জাতীয় কিছু খেতে মন হচ্ছে না? তাহলে বানিয়ে ফেলুন ঝটপট তৈরী হয়ে যাওয়া অথচ মজাদার চটপটা স্বাদের দই চাট। এই মজাদার রেসিপি বানানোর উপকরন ও পদ্ধতি জেনে নিন। 

উপকরনঃ

১।অঙ্কুর বের হওয়া মুগডাল 

২।ধোকলা

৩।মুচমুচে পাপড়ি

৪। তেঁতুলের চাটনি সহ টক মিষ্টি বোঁদে

 ৫। ঝাল ঝাল করে মাখা আলু

৬। দই

 ৭। নানা ধরনের টক ও মিষ্টি চাটনি 

প্রনালীঃ 

 প্রথমে, ৩টে মাঝারি মাপের আলুর সঙ্গে ছোট মাপের অর্ধেক বিট, ১ টেবিল চামচ চাট মশলা, অর্ধেক টেবিল চামচ ভাজা জিরে, ১ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো নুন, সবকিছু এক সঙ্গে নিয়ে ভাল করে মেখে নিন। প্রয়োজন মতো আরও নুন ও মশলা যোগ করতে পারেন।

তারপর, দু’কাপ অঙ্কুর বের হওয়া মুগডাল একটা প্যানে নিয়ে কম থেকে মাঝারি আঁচে ১ টেবিল চামচ তেল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। কমপক্ষে দু’মিনিট রান্না বা গরম হতে দিন। লক্ষ রাখুন যাতে মুচমুচে ভাবটা চলে না যায়। তারপর গ্যাস বন্ধ করে ১ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, অর্ধেক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন মুগডালের সঙ্গে, আর আলাদা পাত্রে ঢাকা দিয়ে রাখুন।

এরপরে, দইয়ের স্তরকে মনের মতো সুস্বাদু করে তুলতে অর্ধেক কাপ দুধ, দু’কাপ দই, অর্ধেক টেবিল চামচ নুন এবং দু’টেবিল চামচ চিনি একটা পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে নিন, যতক্ষণ না তরল দইয়ের মিশ্রণ তৈরি হয়। তারপর সব উপকরণ একসঙ্গে মেশানোর আগে দেড় কাপ মশলা বোঁদে আর তিন টেবিল চামচ তেঁতুলের চাটনি মিশিয়ে নিন ভাল করে। পরের স্তরটির জন্য আগে থেকে কিনে রাখা ধোকলা হার দিয়ে ভেঙ্গে নিন। 

সব উপকরণ দিয়ে প্রত্যেক স্তর বানিয়ে নেওয়ার পরে, আলাদা করে সাজিয়ে নিন একটার পর একটা স্তর। যে বাটিতে পরিবেশন করছেন তাতে প্রথমে গুঁড়ো করা পাপড়ির একটা স্তর সাজান। তার উপরে আলুমাখা ধীরে ধীরে চেপে বসিয়ে দিন। এরপর প্রথমে পাতলা দইয়ের স্তর দিয়ে তাঁর উপরে মুগডালের স্তর দিন। তারপর ধনেপাতা আর পুদিনাপাতা দিয়ে তৈরি সবুজ চাটনি, বোঁদে ও তেঁতুলের চাটনি রেখে তার উপরে গুঁড়ো করা ধোকলার স্তর দিয়ে সাজিয়ে নিন। সবশেষে আরও একবার পাতলা দই ও চাটনির স্তর দিয়ে তার উপরে মুচমুচে ঝুরিভাজা ও  সাজানোর জন্য এবং চাটের  স্বাদ আরো একটু বাড়ানোর জন্য কিছুটা বেদানা ছড়িয়ে দিন। রেডি আপনার দই চাট।  

You might also like!