Business

1 year ago

Mukesh Ambani : লিভারপুল এফসি কেনার দৌড়ে নেমেছেন শিল্পপতি মুকেশ আম্বানি

Mukesh Ambani
Mukesh Ambani

 

লন্ডন, ১৩ নভেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব লিভারপুর কিনে নিতে পারেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। জানা গিয়েছে, লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন আম্বানি। তবে তিনি একা নন, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল ক্লাব কেনার লড়াইয়ে রয়েছেন আরও একাধিক ধনকুবের।

লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবগুলির মধ্যে একটি। এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় ক্লাবগুলির তালিকায় প্রথম দশের মধ্যেই আসে ইংল্যান্ডের ক্লাব। আপাতত লিভারপুলের মালিকানা রয়েছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বা এফএসজি’র হাতে। শোনা যাচ্ছে, ক্লাব চালানোর খরচ এবং লাভের অঙ্কের তারা সন্তুষ্ট নন। এবং লিভারপুল বিক্রি করে দিতে চাইছে এফএসজি গ্রুপ। লিভারপুলের দাম তারা ধার্য করেছে মোটামুটি ৪ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্রের খবর, আম্বানির প্রতিনিধিরা ইতিমধ্যেই এফএসজি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আরও অন্তত জনা তিনেক ব্যবসায়ী ক্লাবটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রাচ্যের জনা দু’য়েক তেল ব্যবসায়ী এবং এক মার্কিন ধনকুবেরও। তবে এরা কেউই সম্পদের নিরিখে আম্বানির ধারেকাছে আসেন না। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় ধনকুবের এই মুহূর্তে বাকিদের তুলনায় লিভারপুল কেনার ব্যপারে এগিয়েই আছেন।

You might also like!