Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Business

1 year ago

PAYTM Employees: যে কোনও মুহূর্তে কাজ হারানোর ভয় ! বিভিন্ন সংস্থায় চাকরি চেয়ে আবেদন পেটিএম কর্মীদের

PAYTM
PAYTM

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চাকরি খুঁজছেন পেটিএম-এর কর্মীরা । বিভিন্ন সংস্থায় শ'য়ে শ'য়ে সিভি জমা পড়েছে কর্মীদের । জানা গিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৩০০ থেকে ৪০০ সিভি জমা পড়েছে অন্যান্য সংস্থায় । সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । সেক্ষেত্রে যে কোনও মুহূর্তে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন সংস্থার কর্মীরা ।

সংস্থার সিইও কী বলছেন ?

পেটিএম-এর সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, সংস্থার ভবিষ্যত নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন । বহু কর্মী এমন রয়েছেন, যাঁরা কম বেতন নিতেও রাজি, কিন্তু,তাঁদের একটাই আবেদন, চাকরিটা যেন থাকে । বিজয় শেখর শর্মার আরও দাবি, কোনও কর্মী চাকরি হারাননি । পেটিএম-এর কর্মীদের চাকরি সুরক্ষিত রয়েছে ।

কিন্তু, এদিকে, চাকরি হারানোর আতঙ্ক দিন দিন বাড়ছে কর্মীদের মধ্যে । তাই বিভিন্ন সংস্থায় প্রতিদিন প্রচুর চাকরির আবেদন জমা পড়ছে । সম্প্রতি, MyRCloud-এর দাবি অনুযায়ী, পেটিএম সংস্থার কর্মীদের বহু বায়োডাটা তাঁদের সংস্থায় জমা পড়েছে ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অৎ ইন্ডিয়া । অভিযোগ, কেওয়াইসি-র তথ্যে প্রচুর দুর্নীতি হয়েছে । তাই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।


You might also like!