
দক্ষিণ ২৪ পরগনা, ২৭ নভেম্বর : শীতের ভোরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেল। সাতসকালে বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বন দফতরে।
এদিন ভোরে ঠাকুরান নদীর একটি শাখার ধারে হাঁটতে গিয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। কিন্তু কাদা মাটিতে বাঘের থাবার ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বৃহস্পতিবার সকালে এই দৃশ্যে আতঙ্কে রয়েছেন মৈপীঠ-বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা।
বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই এলাকায় পৌঁছে অনুসন্ধান শুরু করেছেন। বাঘের থাবার ছাপ, মাপ এবং কোন দিকে তা এগিয়ে গিয়েছে, সেই সমস্ত কিছু পরীক্ষা করা হচ্ছে। তার অবস্থানও জানার চেষ্টা করা হচ্ছে। এলাকায় টহলদারি বাড়িয়েছে বন দফতর।
