দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন শ্রমিকদের ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা রাজ্য সরকার দেবে। তারপর থেকেই শুরু হয়ে যায় এই সংক্রান্ত নানান প্রস্তুতি। নদিয়ার চাপরা এলাকায় সহায়তা শিবিরে এবার শ্রমিকদের হয়ে ১০০ দিনের টাকার কাজের ফর্ম ফিলআপ করলেন মহুয়া মৈত্র। মহুয়ার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চাপড়া ব্লক তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম ছাড়া ও অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চাপড়া ব্লকের মোট পাঁচটি সহায়তা শিবিরে যান মহুয়া। চাপড়া বিধানসভা এলাকার মহৎপুর, চাপরা ১, চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছাড়াও হাতিশালা ১ নম্বর এবং ২ নম্বর পঞ্চায়েতের শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ছাড়াও, যাঁরা সহায়তা শিবিরে ফর্ম ফিল আপ করতে পারেনি তাঁদের দু - একজনকে ফর্ম ফিল আপ করে দেন তিনি।