Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

Sonarpur : নিজের সোনার দোকানেই ‘ডাকাতি’ করালেন মালিক! গল্প শুনে তাজ্জব বনে গেল পুলিশ ও

Owner Arrested For Robbing His Own Shop (Collected)
Owner Arrested For Robbing His Own Shop (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজের সোনার দোকানে নিজেই ‘ডাকাতি’ করালেন মালিক! এমন ঘটনা আগে শুনেছেন কী? সোনারপুরে মঙ্গলবার রাত্রিবেলা একটি গহনার দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার পরই এলাকায় ব্যাপক হইচই তৈরি হয়। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একদিকে যখন পুলিশ সেই চুরির রহস্যের সমাধান করতে ব্যস্ত, ঠিক সেই সময় থানায় এসে উপস্থিত হলেন আরও এক মহিলা। তাঁর অভিযোগ, টাকা দেওয়ার পরও দোকানের মালিক গহনা দিচ্ছিল না। অর্থাৎ মালিকের নামেই থানায় অভিযোগ জানাতে এসেছিলেন মহিলা। এরপর আর গোটা বিষয়টি বুঝতে বাকি থাকেনি পুলিশের। অভিযুক্ত যে তাদের সামনেই বসে রয়েছে তা ঠাউর করতে এক মুহূর্ত লাগল না দুঁদে গোয়েন্দাদের। পুলিশের দাবি, ধারদেনার কারণেই দোকানে ডাকাতির ঘটনা সাজানো হয়েছে।

সোনারপুর থানার পুলিশের কাছে খবর যায়, গহনার দোকান খোলার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজন দুষ্কৃতী সব সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে গিয়েছে। ঘটনাস্থলে আসেন সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা। মালিক রাজু রায়কে থানায় জিজ্ঞাসাবাদ করার সময়ই হাজির হন এক মহিলা (নাম প্রকাশে অনিচ্ছুক)। তাঁর অভিযোগ, এক বছর আগে ৩ লক্ষ ৫৪ হাজার টাকা দেন এই রাজুকে। তবে গহনা না দিয়ে দিনের পর দিন ঘোরানো হচ্ছিল তাঁকে। ওই মহিলা ফোন করলে তাঁর ফোনও তুলতেন না তিনি।এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 

তদন্তে পুলিশ জানতে পেরেছে, এভাবে গহনা দেওয়ার নাম করে অভিযুক্ত ব্যক্তি আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। ডাকাতির ঘটনা সাজানো বলেই জানান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। তিনি বলেন, “বিগত কয়েক বছর ওই ব্যক্তির ব্যবসা ভাল যাচ্ছিল না। তাই ডাকাতির ঘটনা ফেঁদে ব্যাঙ্কের কাছ থেকে যাতে বিমার টাকা পাওয়া যায় সেই চেষ্টাই করছিল।”

You might also like!