গঙ্গাসাগর, ১০ জানুয়ারি : গঙ্গাসাগরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম গঙ্গাসাগর এলেন তিনি। বুধবার সস্ত্রীক তিনি হেলিকপ্টার করে আসেন গঙ্গাসাগরে। এরপর পুজো দেন কপিল মুনির মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলার পর এলাকার সাধারণ মানুষের সাথেও কথা বলেন। এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন। সেই সব অভিযোগ শোনার পর তাঁদের পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল। অন্যদিকে এদিন গঙ্গাসাগর এবং গঙ্গার মাহাত্ম্য সম্পর্কেও আলোচনা করেন রাজ্যপাল।