West Bengal

1 year ago

civil service examination:সিভিল সার্ভিস পরীক্ষায় পুনরায় অন্তর্ভুক্ত হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষা, এই সিদ্ধান্তে খুশির আবহ

Hindi, Urdu and Saotali languages have been reintroduced in the Civil Services Examination.
Hindi, Urdu and Saotali languages have been reintroduced in the Civil Services Examination.

 

হুগলি, ১৩ জানুয়ারি : পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা সিভিল সার্ভিস পরীক্ষায় পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে হিন্দি, উর্দু এবং সাঁওতালি ভাষা। এই সিদ্ধান্তে রাজ্যের হিন্দি, উর্দু এবং সাঁওতালিভাষী মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষজন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং (পাপ্পু সিং) রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, এটিই এই দেশের সৌন্দর্য্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে যান।

সন্তোষ কুমার সিং বলেছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হিন্দি, উর্দু এবং সাঁওতালি মাধ্যমের সঙ্গে যুক্ত শিক্ষিত যুবক-যুবতীরা উপকৃত হবেন। তাঁদের জন্য রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া সহজ হবে। এর ফলে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সঠিক স্থান পাবেন। দেশে বৈষম্যের পরিবেশ থাকলেও, বাংলার মুখ্যমন্ত্রী আরও একবার প্রমাণ করলেন এ রাজ্যে কারও প্রতি বৈষম্য করা হয় না। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি সেলের সভাপতি বিজয় সাগর মিশ্র এবং পশ্চিমবঙ্গ হিন্দি সেলের সহ-সভাপতি সুরেশ মিশ্র-সহ বিপুল সংখ্যক হিন্দিভাষী নেতা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


You might also like!