West Bengal

1 year ago

Swami Vivekananda : পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরে মহা ধুমধামে পালিত হল স্বামীজির জন্মদিন

Swamiji's birthday was celebrated in Panskura (Collected)
Swamiji's birthday was celebrated in Panskura (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাদেশ জুড়ে স্বামী বিবেকান্দের ১৬১তম জন্মদিন পালিত হচ্ছে স্বাড়ম্বরে। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরে ও স্বামীজীর জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপী না না বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ডায়নামিক যোগ অ্যাসোসিয়েশন ও শুভঙ্কর বক্সী। 

শুভঙ্কর বক্সী ও ডায়নামিক যোগ অ্যাসোসিয়েশন এর  যৌথ উদ্যোগে বড় দাবাড় আগমনী উৎসব ভবনে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস উপলক্ষ্যে এক স্বরন সভার আয়োজন করা হয়। প্রায় তিনশত লোকের উপসিথতিতে সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে প্রশিক্ষক শ্রীমতী শশিতারা মাইতি বলেন- যুব সমাজে বিবেকানন্দের আদর্শ গ্রহন ও আমাদের বর্তমান শিশু সমাজে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে বিশেষভাবে। 

সর্বশেষ এ্যাসোসিয়েশান সম্পাদক ডাঃ অমিত কুমার ধাড়া বক্তব্য রাখেন। তিনি বলেন বর্তমান সমাজে বিবেকানন্দের আদর্শকে প্রতিটি মানুষের গ্রহন করা প্রয়োজন। উন্নত চেতনার বিকাশ করা উচিত আমাদের সবাইয়ের।

You might also like!