West Bengal

3 weeks ago

Success BSF nabs Bangladeshi smuggler with Rs 16.7 lakh gold:সাফল্য বিএসএফ-এর, ১৬.৭ লক্ষ টাকার সোনা-সহ বাংলাদেশি পাচারকারী পাকড়াও

Success BSF nabs Bangladeshi smuggler with Rs 16.7 lakh gold
Success BSF nabs Bangladeshi smuggler with Rs 16.7 lakh gold

 

পেট্রাপোল, ৮ এপ্রিল : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কড়া নজরদারি শুরু হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। তারই প্রেক্ষিতে ফের বিএসএফ এর হাতে এল সাফল্য। পেট্রোপোল সীমান্তে ২টি সোনার বিস্কুট সহ এক বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছে বিএসএফ। সোনার ওজন ২৩৩.৩২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৬,৬৫,৯০৪ টাকা।

বিএসএফ-এর একজন মুখপাত্রের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭ এপ্রিল সকাল ৭টায় বিএসএফ কর্মীরা একজন বাংলাদেশি নাগরিককে তল্লাশি করার সময়, একটি মেটাল ডিটেক্টর যাত্রীর শরীরের নিচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। সঙ্গে সঙ্গেই জওয়ানরা তাঁকে টয়লেটে নিয়ে যান পুঙ্খানুপুঙ্খ চেকআপের জন্য। যেখানে তার কাছ থেকে দু'টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যা তার মলদ্বারে লুকিয়ে রাখা ছিল। জওয়ানরা যাত্রীকে ধরে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে। গ্রেফতারকৃত যাত্রী হলেন বাংলাদেশের শরীয়তপুরের বাসিন্দা মোহাম্মদ রাসেল মিয়া।জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রাসেল মিয়া জানায়, গত ৬ এপ্রিল যশোর বাসস্ট্যান্ডে এক বাংলাদেশি তার সঙ্গে দেখা করে এবং তাকে ০২টি সোনার বিস্কুট ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং নিউমার্কেটে সোনা সফলভাবে ডেলিভারি করার পর তাকে ৪ হাজার বাংলাদেশি টাকা দেবে।

You might also like!