West Bengal

2 hours ago

Public holiday in the new year: নতুন বছরে এত কম ছুটি! জেনে নিন ২০২৫ সালে সরকারি ছুটির তালিকা

Public holiday list
Public holiday list

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ২০২৪ সাল প্রায় শেষের পথে। আর দু মাস পরেই নতুন বছর। এই বছরে একাধিক ছুটি রবিবার হওয়ায় বাদ গেছে সরকারি ছুটি। তবে কি নতুন বছরেও তাই হবে ? তা জানাতে প্রকাশ্যে এল পরের বছরে  রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা!

২০২৫ সালে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। ফলত বাতিল হল ছুটি।

দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। তারপর শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলে টানা তিনদিনের ছুটি। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট) সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না।

আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। একদিকে যেমন লম্বা ছুটি থাকবে আবার অন্যদিকে রবিবার পড়ায় অনেকগুলো দিন ছুটি মারও যাবে।

এছাড়াও নতুন বছরে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।

আগামী বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের। এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। 

You might also like!