Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

Sk. Shahjahan : বিপাকে শাহজাহান! নেতার কল রেকর্ডিং ঘেঁটে বিস্ফোরক তথ্য পেল

Sheikh Shahjahan (File Picture)
Sheikh Shahjahan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইডিরেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের  আজ ইডি দফতরে হাজিরা দেওয়া কথা। যদিও এদিন তিনি ইডির  দফতরে হাজিরা দেন নি, তবে ইডি সূত্রে জানতে পারা গিয়েছে এই দুর্নীতি প্রসঙ্গে এক  চাঞ্চল্যকর তথ্য। কোনও ভাবেই বিপদ কমছে না এই তৃণমূল নেতার। কারণ শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি। 

ইডি সূত্রে জানতে পারা গিয়েছে, গত ৫ জানুয়ারি ইডি অফিসারদের হামলার আগে শাহজাহানের দুটি মোবাইলই ব্যস্ত ছিল। পরবর্তীতে জানা যায়, তিন মিনিট ফোন ব্যস্ত রেখে ২৮ বার ফোন করেছিলেন শাহজাহান। কাদের কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে সিডিআর বা কল ডেটা রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা।

তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, সেই ৩ মিনিটেই হামলার পরিকল্পনা হয়। অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার ছক করা হয়। ফলত, কোন কোন অনুগামীকে ফোন করেছিলেন শাহজাহান? কোনও প্রভাবশালীকে ফোন করেছিলেন কি তিনি? তা জানতেই মুলত কল রেকর্ড সংগ্রহ করা শুরু হয়েছে। সূত্রের খবর, তৃণমূল নেতার কল ডেটা সংগ্রহ করে আদালতেও তা জানাবেন ইডি আধিকারিকরা। 

প্রসঙ্গত, ৫ জানুয়ারি ইডি অফিসারদের উপর হামলার প্রায় ঊনিশ দিন পর ফের সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা। তল্লাশি চালান। এমনকী কথা বলেন তৃণমূল নেতার পরিজনদের সঙ্গেও। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এরপর শাহজাহানের বাড়ির দরজায় নোটিস সাঁটিয়ে দেন তাঁরা। সেই নোটিসে লেখা থাকে ২৯ জানুয়ারি অর্থাৎ আজ ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। আদৌ তৃণমূল নেতা আজ প্রকাশ্যে আসেন কি না এখন সেইটাই দেখার।

You might also like!