কলকাতা, ৮ সেপ্টেম্বর : আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। উত্তর বঙ্গোপসাগরে ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সাগর। ৫০-৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের রবিবার উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।