কলকাতা : উচ্চ মাধ্যমিকের চাকরিতে সংরক্ষণের সুবিধা থাকলেও স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পোর্টালে নথি আপলোড করছেন না পার্শ্বশিক্ষকরা। এই পরিস্থিতিতে ফের তাঁদের সুযোগ দিতে নথি আপলোডের সময়সীমা বাড়াল কমিশন। যা নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে নথি আপলোডের তারিখ ও সময়ের উল্লেখ রয়েছে।
সংরক্ষণের সুবিধা পেতে গত বছর স্কুলে কর্মরত পার্শ্বশিক্ষকদের নথি আপলোড করতে বলে এসএসসি। ১৪ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত এর জন্য সময় দিয়েছিল কমিশন। পরে তা বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়। কিন্তু দু'দফায় অনলাইনে নথি আপলোডের সময় দেওয়া সত্ত্বেও পার্শ্বশিক্ষকদের একটি বড় অংশই তা জমা করেননি। তাঁদের নথি যাচাই করার সময় বিষয়টি নজরে আসে কমিশনের। ফলে বাধ্য় হয়েই নথি আপলোডের সময়সীমা তৃতীয় দফায় বাড়াল এসএসসি।
এসএসসি-র জারি করা নির্দেশিকা অনুযায়ী, স্কুলে কর্মরত পার্শ্বশিক্ষকদের সংরক্ষণের সুবিধা পেতে হলে ২ জানুয়ারি থেকে নির্দিষ্ট পোর্টালে নথি আপলোড করতে হবে। ওই দিন দুপুর ১টা থেকে পোর্টালে নথি আপলোড করা যাবে। যা ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর পর আর কোনও নথি আপলোড করা যাবে না। এর পর অনলাইন ভেরিফিকেশন শেষ হলে নথি নিয়ে সশরীরে কমিশনের অফিসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।