West Bengal

2 hours ago

Rain Havoc in North Bengal: উত্তরবঙ্গের বহু ট্রেনের সূচির বদল

Change in the time table of many trains
Change in the time table of many trains

 

আলিপুরদুয়ার, ৫ অক্টোবর : আলিপুরদুয়ার ডিভিশনের সেবক-রংপো প্রকল্পের অধীনে আধুনিকীকরণের জন্য সেবক স্টেশনে ৮ ও ৯ অক্টোবর এবং ১০ থেকে ১৫ অক্টোবর একাধিক ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ, পথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা হবে।

ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ:➢ ট্রেন নং ৭৫৭১৪ (বামনহাট-শিলিগুড়ি জং.) ডেমু-এর সময়সূচি বদলে ৮ থেকে ১১ অক্টোবর, ০৫:০০ ঘণ্টার পরিবর্তে ০৮:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

➢ ট্রেন নং ৭৫৭২৫ (শিলিগুড়ি জং.-নিউ বঙাইগাঁও)-এর সময়সূচি ৮ থেকে ১১ অক্টোবর, ১০:৫০ ঘণ্টার পরিবর্তে ১৩:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

➢ ট্রেন নং ৭৫৭২৬ (নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং.)-এর সময়সূচি ১৫ অক্টোবর, ০৬:৩০ ঘণ্টার পরিবর্তে ০৯:৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

➢ ট্রেন নং ৭৫৭১৩ (শিলিগুড়ি জং.-বামনহাট)-এর সময়সূচি ১৫ অক্টোবর, ১৬:০৫ ঘণ্টার পরিবর্তে ১৭:৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

➢ ট্রেন নং ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেসটির সময়সূচি ৯ অক্টোবর, ০৫:০০ ঘণ্টার পরিবর্তে ০৬:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

➢ ট্রেন নং ১৫৪৮৩ (আলিপুরদুয়ার জং.-দিল্লি সিকিম মহানন্দা) এক্সপ্রেসটির সময়সূচি ১০ ও ১৫ অক্টোবর, ১০:৩০ ঘণ্টার পরিবর্তে যথাক্রমে ১৩:০০ ঘণ্টা এবং ১৪:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

➢ ট্রেন নং ১৩২৪৭ (কামাখ্যা-রাজেন্দ্র নগর) ক্যাপিটেল এক্সপ্রেসটির সময়সূচি ১০ ও ১৫ অক্টোবর, ০৬:১৫ ঘণ্টার পরিবর্তে যথাক্রমে ০৮:০০ ঘণ্টা এবং ১০:০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

ট্রেনের পথ পরিবর্তন:➢ ট্রেন নং ১৩২৪৮ (আরা–কামাখ্যা) ক্যাপিটেল এক্সপ্রেস ১৪ অক্টোবর, শিলিগুড়ি জং., নিউ জলপাইগুড়ি জং., নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙাইগাঁও হয়ে চলবে এবং জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ দেওয়া হবে৷

➢ ট্রেন নং ১৯৬১৫ (উদয়পুর চিটি–কামাখ্যা)কবিগুরু এক্সপ্রেস ১৩ অক্টোবর, নিউ জলপাইগুড়ি জং., রানিনগর জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, শামুকতোলা রোড, নিউ বঙ্গাইগাঁও এবং ধুপগুড়ি, নিউ কোচবিহার, এবং নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ দেওয়া হবে।

ট্রেনের নিয়ন্ত্রণ:➢ ট্রেন নং ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার জং.) সিকিম মহানন্দা এক্সপ্রেস ১৪ অক্টোবর, কাটিহার ডিভিশনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করাহবে।➢ ট্রেন নং ১৫৪৬৮ (বামনহাট–শিলিগুড়ি জং.) এক্সপ্রেস ১৫ অক্টোবর, যথাযথভাবে চলাচলের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

You might also like!