দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের অন্দরে আজ রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি। সেখানে পৌঁছেই বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের মজুরি সহ বিভিন্ন সমস্যার কথা জানলেন তিনি। রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হন বাম নেতা সুজন চক্রবর্তী। এছাড়া এদিন এই ন্যায় যাত্রায় যোগ দেওয়ার কথা ছিল সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও। রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। হুড খোলা গাড়িতে ঘুরতে দেখা যায় রাহুল গান্ধীকে।