West Bengal

1 year ago

Sukanta Majumdar : দিনহাটায় ঢোকার মুখে পুলিশি বাধা ! অবস্থান বিক্ষোভে সুকান্ত

Sukanta Majumdar  (Collected)
Sukanta Majumdar (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনহাটায় আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত। সেখানেই পুলিশি বাধা আসায় তা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। কোচবিহারের মরাপোড়া চৌপথী এলাকায় আটকানো হয়েছে সুকান্তর কনভয়।এক পুলিশ কর্তার সঙ্গে রাস্তাতেই বচসায় জড়াতে দেখা যায় সুকান্তকে। সাফ বলেন, আপনারা দলদাসের মতো কাজ করছেন। উদয়ন গুহর মতো কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করছেন। এটা বেআইনি কাজ। সুকান্তকে বাধা দিতেই ক্ষোভে ফুঁসতে থাকেন বিজেপি কর্মীরা। উঠতে থাকে তৃণমূল বিরোধী স্লোগান। 

সুকান্তর সঙ্গে রয়েছে ফালাকাটার বিধায়ক, রয়েছেন নাটাবাড়ির মিহির গোস্বামী, রয়েছেন সুকুমার রায়েরা। বিধায়কদের সঙ্গে নিয়েই অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত। যার জেরে কোচবিহার থেকে মাথাভাঙা দিনহাটা দেওয়ার রাজ্য সড়ক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। 

বিজেপির একটাই প্রশ্ন, এলাকায় ১৪৪ ধারা জারি নেই, তারপরও কেন আটকানো হচ্ছে কনভয়? যদিও পুলিশের কর্তাদের দাবি, নিরাপত্তার কথা ভেবেই তাঁরা সুকান্তদের আটকাচ্ছেন।

You might also like!