কাকদ্বীপ, ৯ জানুয়ারি: গঙ্গাসাগর মেলার প্রথম দিনেই বিপত্তি। ঘন কুয়াশার জেরে ব্যাহত হল ভেসেল পরিষেবা। প্রায় দেড়-দু’ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকল পারাপার। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।
সকাল ৮টা থেকে ভেসেল চলাচল শুরু হলেও, দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনও রকম ঝুঁকি নেয়নি প্রশাসন। পরে কুয়াশা কাটতেই ভেসেল পরিষেবা স্বাভাবিক হয়।