কলকাতা, ২৮ জানুয়ারি : দুষ্কৃতী দৌরাত্ম্য এবার উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায়, বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। আগুনও ধরে যায়। এই ঘটনায় দু''জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণির ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে গান্ধী প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার ফলে বাড়িটিতে আগুন ধরে যায়। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএমএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বীজপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, দুই পক্ষের মধ্যে ‘পুরনো শত্রুতা’র কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে।