West Bengal

1 year ago

Ganga Sagar 2024 : মকর স্নানের আগেই লাখো পূণ্যার্থীর ঢল, রেকর্ড ভাঙতে চলেছে গঙ্গাসাগর

Ganga Sagar 2024
Ganga Sagar 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপূণ্যার্থী সমাগমে এবার যাবতীয় রেকর্ড ছাপিয়ে যাবে গঙ্গাসাগর। সোমবার মকর স্নানের আগেই এমনটাই দাবি উদ্যোক্তাদের। তাঁরা জানিয়েছেন, করোনার জেরে গত আড়াই বছর স্তব্ধ ছিল ভিড়। কিন্তু এবার শুরুর দিন থেকেই কপিল মুনির আশ্রমে ভিড় করছেন দর্শনার্থীরা। বাংলার পাশাপাশি ভিন রাজ্য থেকে ইতিমধ্যে সাগরে এসেছেন লাখো মানুষ।

এই বছরে প্রয়াগে কুম্ভ নেই। সেই কারণেও এবার গঙ্গাসাগরের উপর চাপ বেশি বলেই মনে করছেন উদ্যোক্তারা। সোমবার স্নানের আগে তৈরি রয়েছে নিরাপত্তা। ২৪ ঘণ্টাই নজরদারি চলছে। সাগরের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য প্রশাসন।

ইতিমধ্যে গঙ্গাসাগরের জাতীয় স্বীকৃতি দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি লিখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার তিনি জানান, বাংলার এই মেলাকে এখনও জাতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকী, কেন্দ্রের থেকে কোনও সাহায্যও নেই এই মেলার জন্য। অথচ মকরের দিন সবচেয়ে মানুষের ভিড় হয় সাগরের এই মেলাতেই।

You might also like!