West Bengal

3 months ago

Mamata Banerjee blames Central:পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মমতা, দুষলেন কেন্দ্রকে

Mamata Banerjee blames Central for Bengal's flood situation
Mamata Banerjee blames Central for Bengal's flood situation

 

পাঁশকুড়া, ১৯ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে, বন্যার জলে হেঁটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুষলেন কেন্দ্রীয় সরকারকেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমি জানি না কেন কেন্দ্রীয় সরকার এই বিষয়টি ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-র কাছে উত্থাপন করছে না, তাঁরা বাংলায় সমস্ত জল ছেড়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের কারণে কেন বাংলা বন্যা হবে? আমি দুঃখিত, কিন্তু এই জল বাংলার নয়, এসব ঝাড়খণ্ডের পাঞ্চেতের জল কেন্দ্রীয় সরকারের সংস্থা, ডিভিসি থেকে আসছে।"

You might also like!