West Bengal

2 hours ago

Maldah News: মালদহ বোমা বিস্ফোরণ মামলা খারিজ! এনআইএ-র প্রমাণে ঘাটতি, মুক্তি পেলেন দুই যুবক!

2 accused in Malda blast case freed due to insufficient evidence
2 accused in Malda blast case freed due to insufficient evidence

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মালদহের মানিকচকে বোমা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বড় ধাক্কা। প্রমাণের অভাবে এই মামলায় দুই অভিযুক্ত—সিদ্ধার্থ মণ্ডল ও প্রভাকর মণ্ডলকে বেকসুর খালাস করে দিল কলকাতার নগর দায়রা আদালত। সূত্রের খবর, প্রায় পাঁচ বছর ধরে মামলাটি এনআইএ-র হাতে থাকলেও সংস্থা পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ জোগাড় করতে পারেনি। সেই কারণেই আদালত দু’জনকে মুক্তি দিয়েছে।

২০২০ সালের ৫ জানুয়ারি রাতে মালদহের মানিকচক থানার মথুরাপুর এলাকার কাকরিবাধা সিংপাড়ার একটি আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে জখম হন দু’জন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল ছয়টি ‘বাটুল’ বোমা অর্থাৎ গুলতি বোমা। সেগুলি দেখতে কাচের গুলির মতো। তবে আকারে কাচের গুলির চেয়ে একটু বড়। ঘটনার তদন্ত শুরু করেছিলেন সিআইডির অফিসাররা। বিস্ফোরণের ঘটনার পরের দিন মথুরাপুর এলাকা থেকে জখম দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সিটু মণ্ডল ও কৃষ্ণ চৌধুরি নামে ওই দু’জনের বাড়ি ভুতনি চর এলাকায়। কিন্তু ধৃতদের জেরা করে পুলিশ রহস্য উন্মোচন করতে পারেনি। পরে তদন্তের দায়ভার নেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

পরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত করে। ওই ঘটনায় সিদ্ধার্থ মণ্ডল ও প্রভাকর মণ্ডল নামে দু’জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। ধৃতদের বাড়ি মালদহের ভূতনি চরের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরদমপুর গ্রামে। ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে বলে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তরফে দাবি করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। কলকাতার নগর দায়রা আদালতে বিচারক শুভেন্দু সাহার এজলাসে মামলা চলে।  সূত্রের খবর, এই মামলায় আদালতে মোট ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার বিচারক এই মামলায় রায় ঘোষণা করেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে সিদ্ধার্থ মণ্ডল ও প্রভাকর মণ্ডলকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত, এমনটাই জানা গেছে।

You might also like!