West Bengal

1 year ago

Gangasagar Mela :গঙ্গাসাগরে কুয়াশার হাত থেকে বাঁচতে অস্ট্রেলিয়া থেকে আলো

Gangasagar Mela
Gangasagar Mela

 

কলকাতা, ১৩ জানুয়ারি : প্রতিবছরই শীতের মরশুমে গঙ্গা সাগর মেলার আয়োজন করা হয়ে থাকে। এই বছরেও গঙ্গাসাগরের পুণ্য লগ্নে মকর সংক্রান্তির স্নান করার জন্য লক্ষাধিক পুন্যার্থী পূর্ণতা অর্জনের জন্য ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। কিন্তু গভীর রাতে রাতে ঘন কুয়াশার দাপটে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে বিপদের ঝুঁকি বাড়তে থাকে। তাই অস্ট্রেলিয়া থেকে ইলেকট্রিক লাইট আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন কুয়াশা কাটানোর জন্য । যাতে সাগর পথে জাহাজ বা লঞ্চে করে আসতে দুর দুরন্ত থেকে তীর্থযাত্রী তারা দিকভ্রষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা।

অন্যদিকে জানা গিয়েছে, সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। এছাড়াও খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। গঙ্গাসাগর মেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।সব মিলিয়ে জমজমাট এবারের গঙ্গা সাগর মেলা।

You might also like!