Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

ED Raid: রেশন দুৰ্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে ইডি, তালা ভেঙে ভিতরে ঢুকলেন তদন্তকারীরা

In the investigation of ration corruption, the ED
In the investigation of ration corruption, the ED

 

সন্দেশখালি, ২৪ জানুয়ারি: রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে আসেন ইডি-র আধিকারিকরা। তালা ভেঙে ভিতরে শাহজাহানের বাড়ির ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা।

ইডি-র আধিকারিকরা যখন ভিতরে, তখন শাহজাহানের বাড়ি বাইরে থেকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও। ইডি সূত্রে খবর, ২৫টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাত জনের একটি দল বুধবার সকাল সাতটা নাগাদ পৌঁছয় শাহজাহানের বাড়িতে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথায় হেলমেট, হাতে গার্ড পরে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। ইডি শাহাজাহানের বাড়িতে পৌঁছলে তাঁদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় পুলিশ। তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে। ইডির তরফে পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে। তিন সাক্ষীর উপস্থিতিতে চলছে তল্লাশি পর্ব। প্রসঙ্গত, এর আগে গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডি-র আধিকারিকরা।


You might also like!