দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আতঙ্কের পরিবেশ কাটিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হল নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। সকাল থেকেই নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে স্কুল চত্বরে ও রাস্তায় মোতায়েন করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস। কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করে। স্কুলের সামনে কোনও অভিভাবককে দাঁড়াতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোনারপুর বিডিও সিঞ্জিনি সেনগুপ্তকে। তিনি নিজে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। প্রসঙ্গত, গত মাসে এই স্কুলে বহিরাগতদের আক্রমণে আক্রান্ত হন স্কুলের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার পর রাজ্য-রাজনীতিতে শোরগোল দেখা দেয়।