West Bengal

10 months ago

All India General Secretary BL Santosh: গুরুত্ব বিজেপি-র তিন দিনের 'বিস্তারক প্রশিক্ষণ বর্গে'

BL Santosh
BL Santosh

 

কলকাতা, ২৬ মে  : পশ্চিমবঙ্গে আসছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। এ রাজ্যের ২৪টি হেরে যাওয়া আসনের সংগঠন মজবুত করার লক্ষ্যে শুরু হচ্ছে প্রস্তুতি। প্রথমে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। তার পরে চলে যাবেন বীরভূমের তারাপীঠে। যেখানে শুক্রবার থেকেই শুরু হচ্ছে তিন দিনের ‘বিস্তারক প্রশিক্ষণ বর্গ’।

মাস ছ’য় আগেই ২৪ জন দলীয় কর্মীকে ‘বিস্তারক’ নিয়োগ করে বিজেপি। দীর্ঘ বাছাই পর্বের পর সেই ২৪ জনকে পাঠানো হয় পটনায়। সেখানে গোটা দেশের বিস্তারকদের প্রশিক্ষণ হয়। এ বার একই ভাবে পশ্চিমবঙ্গে হবে এখানকার পরিস্থিতি অনুযায়ী কী ভাবে কাজ করতে হবে তার প্রশিক্ষণ। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় হিসাবে এই শিবিরে কেমন প্রশিক্ষণ হবে তা তো নয়ই, কারা আসছেন, কারা থাকছেন, তা-ও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে না বলে ঠিক করেছে রাজ্য বিজেপি।

গত লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি, কিন্তু তৃতীয় বার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠনে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য নেতৃত্বকে কমপক্ষে ৩৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন। সেই লক্ষ্য ‘কঠিন’ বলেই মনে করছে রাজ্য বিজেপি। তবে সেই অঙ্ক মিলিয়ে দিতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্বই। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের উপর পুরোপুরি নির্ভর না করে তাই রাজ্যের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় স্তরের নেতারা। শাহ ছাড়াও গত লোকসভা নির্বাচনে হেরে যাওয়া আসনগুলিতে প্রস্তুতির দায়িত্ব নিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

You might also like!