West Bengal

1 year ago

SSKM Hospital : এসএসকেএম কতজন ভিআইপি রয়েছেন? রিপোর্ট চাইল হাইকোর্ট

SSKM (File picture )
SSKM (File picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসএসকেএমের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে থাকায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এমন অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা গুরুতর বিষয় বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

অভিযোগের সত্যতা জানতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, এসএসকেএম হাসপাতালে কতজন এই ধরনের ভিভিআইপি রয়েছেন, যাঁরা গ্রেফতার হয়ে হাসপাতালে রয়েছেন। এছাড়া হাসপাতালে কী কী সুযোগ সুবিধা তাঁরা পাচ্ছেন তাও বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। 

মামলাকারী রমাপ্রসাদ সরকারের আইনজীবী আদালতে বলেন, "এসএসকেএম হাসপাতাল দুর্নীতিগ্রস্ত লোকজনের আশ্রয়স্থল হয়ে গেছে। রাজ্যের যে সব প্রভাবশালী জেলে যাচ্ছেন,  যাঁদেরকেই সিবিআই ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা এসএসকএম হাসপাতালে আশ্রয় নিচ্ছেন।'

শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এখনই কোনও মতামত দেবে না। তবে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা খুব গুরুতর বিষয়। এরপরই এ ব্যাপারে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরের কাছে রিপোর্ট তলব করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। 

প্রধান বিচারপতি বলেন, "জেল হাসপাতালে যদি পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকে তাহলে যেকোনও বন্দিকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা যেতেই পারে। তিনি সুস্থ হলে ফের তাঁকে সংশোধনাগারে পাঠানো হয়।" ইডির আইনজীবী দাবি করেন, "সুজয়কৃষ্ণ অত্যন্ত প্রভাবশালী। সেই জন্য সে এসএসকএম হাসপাতালের মত সুপার স্পেশালিটি হাসপাতালে এতদিন থাকার সুযোগ পাচ্ছে।" 

যা শুনে বিস্মিত প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, "এটা তো হতে পারে না। সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ পাবে না আর প্রভাবশালীরা বেড দখল করে থাকবে।" এরপরই এসএসকেএম হাসপাতালে বেড দখল করে থাকা প্রভাবশালীদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠান তিনি। আগামী ২৪ জানুয়ারি মামলার শুনানি হবে। 

You might also like!