জলপাইগুড়ি, ২ আগস্ট : মঙ্গলবার থেকে আগামী ৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। -দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে চলতি সপ্তাহজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।