West Bengal

1 year ago

Rupam Islam programme in Kalna:রূপম ইসলামের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের

Rupam Islam programme in Kalna
Rupam Islam programme in Kalna

 

পূর্ব বর্ধমান, ১১ জানুয়ারি : তাল কাটল সঙ্গীতানুষ্ঠানের। বিশৃঙ্খলা সৃষ্টি হল বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপম ইসলামের অনুষ্ঠানে। ঘটনাটি ঘটে বুধবার রাতে পূর্ব বর্ধমানের কালনায় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হিমঘরের মাঠে। সেখানে ‘পিঠে-পুলি’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। সন্ধ্যে থেকেই গান শুনেতে মাঠে ভিড় বাড়তে শুরু করে। ভিড় এতটাই হয় যে মাঠে যতটা না দর্শক হাজির হতে পেরেছে তার থেকেও বেশি সংখ্যক দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছিল। তাঁরাও চাইছিলেন খুব কাছ থেকে তাঁদের প্রিয় শিল্পীর গান শুনবেন এবং তাঁকে দেখবেন। ফলে মাঠে ঢোকার জন্য হুড়োহুড়ি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। প্রাচীর ও ব্যারিকেড টপকে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তাতে আহত হয় কয়েকজন। দু''জনকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। এক সময়ে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়। এরপরই ঘটনাস্থলে পৌছয় কালনা থানার পুলিশ। প্রথমে ভিড় খালি করার নির্দেশ দেওয়া হলেও তাতে কাজ হয়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকার ভিড় থেকে ধারালো অস্ত্র-সহ চারজনকে আটক করা হয়েছে। অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘিরেও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কালনার তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে এই মেলা হয়। তাঁর অভিযোগ, অনুষ্ঠান ব্যর্থ করতে এবং মেলায় উত্তেজনা সৃষ্টি করে বিজেপি ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করেছে।


You might also like!