West Bengal

4 months ago

College Admission: খালি কলেজ ভর্তির পোর্টাল! তবে কি সাধারণ ডিগ্রি পড়াশুনায় আগ্রহ হারাছেন পড়ুয়ারা?

College Admission (Symbolic Picture)
College Admission (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- চলতি বছরের মাঝামাঝিতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলেজ ভর্তির পোর্টাল চালু করেছিল রাজ্য। কিন্তু আবেদন প্রক্রিয়া শেষে যা দেখা গেল তাতে খাঁ খাঁ করছে ওই অনলাইন পোর্টাল। স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে সাড়ে ৯ লক্ষ আসন রাখা হলেও ভর্তি হয়েছে মাত্র সাড়ে ৪ লক্ষ পড়ুয়া। বাকি পুরোটাই ফাঁকা।

চলতি বছর ভর্তির যে পরিসংখ্যান সামনে এসেছে সেই পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, বেহালার রবিন মুখার্জি কলেজে ৯১৮ টি আসনের মধ্যে ভর্তি হয়েছে মাত্র ১৯৬ আসনে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় ১২০০ সিটের মধ্যে ভর্তি হয়েছে কেবল অর্ধেক। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কলেজ থেকে শুরু করে আশুতোষ কলেজ সব জায়গাতেই একই অবস্থা।

এমন পরিস্থিতির দিকে তাকিয়ে অধিকাংশ কলেজ আলাদা করে ৩০-৪০ হাজার টাকা খরচ করে পোর্টাল খোলার দিকে হাঁটতে চাইছে না। বরং তারা গুগল ফর্ম ব্যবহার করে আবেদন গ্রহণ করার বন্দোবস্ত করছে এবং পুনরায় আবেদন নেওয়া হচ্ছে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে। এক্ষেত্রে যে আবেদন পাওয়া যাবে সেই সকল আবেদনের মেধাভিত্তিক তালিকা কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

 

You might also like!