
জলপাইগুড়ি, ২৭ নভেম্বর : ভোরবেলা ঘুম ভাঙতেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে এক দাঁতাল হাতি। তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল নাগরাকাটা ব্লকের লোকসান ভুট্টাবাড়ি বস্তি এলাকায়। বৃহস্পতিবার ভোর প্রায় চারটে নাগাদ এক দলছুট দাঁতাল হাতি আচমকা ঢুকে পড়ে স্থানীয় বাসিন্দা গণেশ ছেত্রীর বাড়ির ভেতরে। হাতির গর্জনে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। হাতিটির গতিবিধির উপরে নজর রাখছে বন দফতর।
সাতসকালে বাড়ির উঠোনে দাঁতাল হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন গণেশ ছেত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
