West Bengal

10 months ago

Elephant attack by ration shop : হাতির হানায় ক্ষতিগ্রস্ত রেশন দোকান

Elephant attack by ration shop(file picture)
Elephant attack by ration shop(file picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : নাগরাকাটা, ২৮ মে : হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল রেশন দোকান। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার বামনডাঙা চা বাগানে। এই নিয়ে গত ৪ বছরে ২৬ বার ওই রেশন দোকানটিতে হাতির হামলা চালায়। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী ‘নারী অভিযান সংঘ’ পরিচালিত রেশন দোকানটি বারবার এমন হামলার শিকার হওয়ার কারণে ক্ষোভ দানা বেঁধেছে সংশ্লিষ্ট মহলে।


বামনডাঙ্গা চা বাগানের বিছ লাইন নামে একটি শ্রমিক মহল্লায় ওই রেশন দোকানটি ২০১৯ সালে চালু হয়। সেখানে ১১০০-র কিছু বেশি গ্রাহক রয়েছেন। প্রত্যেকেই বাগানের শ্রমিক। গতকাল রাতের হামলায় দোকানটির দুটি ঘরের মধ্যে একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। দোকানের ভেতরের যাবতীয় আসবাব পত্র ভেঙে ফেলে দলছুট হাতি। তবে যে ঘরটিতে রেশনের খাদ্যসামগ্রী মজুত থাকে সেই ঘরটি পর্যন্ত হাতি পৌঁছোয়নি। তবে আগে থেকেই ভাঙা দেওয়ালের ভেন্টিলেটর দিয়ে শুঁড় ঢুকিয়ে চাল-আটা সাবাড়ের চেষ্টা চালায়।

You might also like!