দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ক্লাসরুমের সঙ্কটে সমস্যায় পড়েছিল পড়ুয়ার। এবার ইন্ডিয়ান অয়েলে কর্পোরেশন লিমিটেডের সঙ্গে সিএসআর তহবিল থেকে নতুন স্কুল ভবন পেল মানকর মোহরদেবী বাজাজ প্রাথমিক বিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে নবনির্বিত স্কুলভবনটি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আইওসিএলের জিএম কিশোরকান্তি বালা ও মুকেশ গুপ্তা। মানকর পালপাড়ায় রয়েছে মোহরদেবী প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম শ্রেনী পর্যন্ত স্কুলের পড়ুয়া সংখ্যা ১১২ জন। শিক্ষক রয়েছেন ৪ জন।
স্কুলের প্রধান শিক্ষক শুভজিৎ কোনার বলেন," ক্লাসরুম সঙ্কট ছিল। একটা রুমে দুটো ক্লাসের পঠনপাঠন হত। তাতে সমস্যা হত। তাই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সিএসআর তহবিল থেকে ক্লাসরুম তৈরির জন্য আবেদন করা হয়েছিল।" আইওসিএলের জিএম কিশোরকান্তি বালা বলেন," আবেদন পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়। তারপর ৩২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে দুটি ক্লাসরুম, কিচেনরুম, টয়লেট, বাথরুম তৈরি করে দেওয়া হয়। সেসব আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।" নতুন ক্লাসরুম পেয়ে খুশি পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা।