West Bengal

1 year ago

CM Mamata Banerjee: গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক, কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের বঞ্চনা। এক কোটির উপর লোক মেলায় আসেন। বাংলা কেন জাতীয় মেলার স্বীকৃতি পাবে না। এই নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "গঙ্গাসাগর প্রতি বছর হয়। কোটি কোটি লোক যাতায়াত করেন। এবার কুম্ভ নেই, কোটি লোক ছাড়িয়ে যাবে। এবার ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে গঙ্গাসাগর মেলায়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দ্বীপ অঞ্চলে অবস্থিত। আগের বার ৮০ লক্ষের বেশি মানুষ এসেছিল। বাংলা কেন সাহায্য পাবে না। বাংলা কেন জাতীয় মেলার স্বীকৃতি পাবে না। এই চিঠিও আমরা দিয়েছি।"

এদিন কোভিড নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বেসরকারি হাসপাতালগুলির কাছে আবেদন, আইসিসিইউ-গুলি যাতে ইনফেকশন ফ্রি করেন। যারা যারা পারবেন মাস্ক ব্যবহার করবেন। ব্যবসার কোনও অসুবিধা হবে। একটু ঘিঞ্জি এলাকায় গেলে মাস্ক ব্যবহার করুন। কোনও রোগ এলে যাতে ছড়িয়ে না পড়ে।"


You might also like!