পাঁশকুড়া, ১৮ সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহরের চাঁপাডালি এলাকা কার্যত পুরোপুরি জলের তলায়। কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে আমজনতাকে। এলাকার দোকান খালি করার তোড়জোড় শুরু হয়েছে। তমলুক থেকে পাঁশকুড়া বিডিও অফিসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পিচ রাস্তার উপরও হাঁটু অবধি জল। শহরে একের পর এক ওয়ার্ড জলমগ্ন হচ্ছে।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় মঙ্গলবার রাতে কাঁসাই নদী উপচে জলে ভাসল বিস্তীর্ণ এলাকা। লোয়াদা, ভবানীপুর, গায়েসপুর, বীরসিংপুর-সহ বেশ কয়েকটি গ্রামে জলবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, লোয়াদায় কাঁসাইয়ের দুকুল উপচে জল ঢুকছে। লোয়াদা বাজারেও জল ঢুকেছে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন দু’জায়গায় বাঁধ ভেঙেছে। বুধবার সকাল থেকে জলবন্দি মানুষদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। অনেক এলাকায় নৌকা নামিয়ে উদ্ধারের কাজ করতে হচ্ছে।