কলকাতা, ১৬ জানুয়ারি : ''বিজেপি ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছে।'' গুরুতর অভিযোগ করলেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সম্প্রতি বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর এক বক্তব্যকে নিজের এক্স হ্যান্ডেলে ট্যাগ করে তিনি এই অভিযোগ করেন।
শশী পাঁজা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ''অবশেষে থলের বাইরে বিড়াল! অকপটে স্বীকারোক্তিতে, ভোট সংগ্রহের জন্য তার দল রাম মন্দিরকে কৌশলগতভাবে ব্যবহার করছেন। এটা সত্য যে বিজেপি নেতারা নির্বাচনের আগে রাজনৈতিক লাভের জন্য সম্প্রদায়ের মেরুকরণ কিভাবে করতে হয় ভাল জানেন সবার থেকে!''