Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

Government Announcement: ২৫ ঊর্ধ্ব ডিভোর্সি কন্যা সন্তানদের জন্য বড়সড় ঘোষণা সরকারের তরফে!

Bikash Bhawan (File Picture)
Bikash Bhawan (File Picture)

 

১ ফেব্রুয়ারি, কলকাতাঃ কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। লোকসভা নির্বাচনের আগে ঘোষণা হল সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট এডেড কলেজের শিক্ষক, শিক্ষাকর্মীরা মারা গেলে তাঁর ফ্যামিলি পেনশনের সুযোগ-সুবিধে পাবেন ২৫ ঊর্ধ্ব অবিবাহিত, বিধবা কন্যা সন্তানরাও। এমনকি এই সুবিধার পর্যায়ভুক্ত হবেন ২৫ ঊর্ধ্ব ডিভোর্সি কন্যা সন্তানরাও। অর্থাৎ বিবাহবিচ্ছেদের পরও প্রয়াত বাবা বা মায়ের পেনশন পাবেন মহিলারা।

এটি একটি প্রগতিশীল পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা যেতে পারে শিক্ষামহলে। সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রাজ্যের উচ্চশিক্ষার সদর দপ্তর বিকাশ ভবনের তরফে। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৭৮ সালের একটি বিধি অনুযায়ী এতকাল সরকার পোষিত কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কর্মরত অবস্থায় মারা গেলে তাঁদের ফ্যামিলি পেনশনের জন্য আবেদন জানাতে পারতেন স্ত্রী বা স্বামী এবং ২৫ বছরের নীচে অবিবাহিত ও বিধবা কন্যা সন্তানরা।

এ বার থেকে অবিবাহিত, বিধবাদের পাশাপাশি ২৫ বছরের বেশি বয়সি ডিভোর্সি মেয়েরাও এই পেনশনের সুবিধে পাবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, ‘আমাদের কাছে এ নিয়ে অনেক আবেদন জমা পড়ছিল। মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই এই কন্যা সন্তানদের জন্য কিছু করার কথা বলছিলেন। সে কথাই আমরা রাখলাম। এতে প্রমাণিত হয় যে বঞ্চিত মানুষের প্রতি আমাদের মুখ্যমন্ত্রী ও সরকারের কমিটমেন্ট কতখানি।’

You might also like!