১ ফেব্রুয়ারি, কলকাতাঃ কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। লোকসভা নির্বাচনের আগে ঘোষণা হল সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট এডেড কলেজের শিক্ষক, শিক্ষাকর্মীরা মারা গেলে তাঁর ফ্যামিলি পেনশনের সুযোগ-সুবিধে পাবেন ২৫ ঊর্ধ্ব অবিবাহিত, বিধবা কন্যা সন্তানরাও। এমনকি এই সুবিধার পর্যায়ভুক্ত হবেন ২৫ ঊর্ধ্ব ডিভোর্সি কন্যা সন্তানরাও। অর্থাৎ বিবাহবিচ্ছেদের পরও প্রয়াত বাবা বা মায়ের পেনশন পাবেন মহিলারা।
এটি একটি প্রগতিশীল পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা যেতে পারে শিক্ষামহলে। সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রাজ্যের উচ্চশিক্ষার সদর দপ্তর বিকাশ ভবনের তরফে। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৭৮ সালের একটি বিধি অনুযায়ী এতকাল সরকার পোষিত কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কর্মরত অবস্থায় মারা গেলে তাঁদের ফ্যামিলি পেনশনের জন্য আবেদন জানাতে পারতেন স্ত্রী বা স্বামী এবং ২৫ বছরের নীচে অবিবাহিত ও বিধবা কন্যা সন্তানরা।
এ বার থেকে অবিবাহিত, বিধবাদের পাশাপাশি ২৫ বছরের বেশি বয়সি ডিভোর্সি মেয়েরাও এই পেনশনের সুবিধে পাবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, ‘আমাদের কাছে এ নিয়ে অনেক আবেদন জমা পড়ছিল। মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই এই কন্যা সন্তানদের জন্য কিছু করার কথা বলছিলেন। সে কথাই আমরা রাখলাম। এতে প্রমাণিত হয় যে বঞ্চিত মানুষের প্রতি আমাদের মুখ্যমন্ত্রী ও সরকারের কমিটমেন্ট কতখানি।’