চালসা, ১৩ জুন : পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদীগুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদীগুলোর মতো মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় মূর্তি নদীর সেতুর কাজও চলছে। নদীতে নেমে শ্রমিকরা যাতে সেতুর কাজ না করে সেই জন্য তাঁদের নদী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মূর্তি নদীর পাশে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকার পর্যটকেরাও যায়। বর্ষার এই মরশুমে মূর্তি নদীর পাশে যাতে পর্যটক সহ কেউ না যায় সেই জন্য সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে।