West Bengal

1 year ago

Medinipur : হস্টেলের খাবার খেয়ে অসুস্থ ১৩ ছাত্রী!আতঙ্কে বাকি ছাত্রীরা

13 students are sick after eating hostel food (Symbolic Picture)
13 students are sick after eating hostel food (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীরা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্রীদের মধ্যে। হস্টেল সূত্রে জানা গিয়েছে, ওই হস্টেলে ৭৫ জন ছাত্রী থাকে। আর পাঁচ দিনের মতোই  রবিবার নির্দিষ্ট সময়ে রাতে খেতে দেওয়া হয়। সাধারণ খাবারই ছিল। ডাল, ভাত, রুটি-সবজি ছিল। সেই খাবার খায় ১৩ জন ছাত্রী।  রাতে খাবার খেয়ে রুমে চলে যায় ছাত্রীরা।

জানা যাচ্ছে, খাবার খাওয়ার ঘণ্টা দুয়েক পর থেকেই একে একে ছাত্রী অসুস্থ হতে শুরু করে। কারোর বমি, কারোর পায়খানা হয়। অনেকের পেটে ব্যথাও শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীদের। তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় প্রতাপদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ।

আপাতত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসাধীন রয়েছে ছাত্রীরা। তাদের কয়েকজনকে স্যালাইন দিতে হচ্ছে। প্রাথমিক ভাবে চিকিৎসকরা মনে করছেন, খাদ্যে বিষক্রিয়ার ফলেই ছাত্রীরা অসুস্থ হয়।

এক ছাত্রী বলেন, “আমরা তো যেরকম খাবার খাই খেয়ে নিয়েছি। রাতে ওতো বুঝতে পারিনি। তারপর দেখি অনেকেই বারবার বাথরুমে যাচ্ছে। অনেকে পেটে ব্যথায় কান্নাকাটিও শুরু করে। অনেকেরই একই অবস্থা। তারপর আমরা বিষয়টা জানাই।” গোটা ঘটনায় হোস্টেল কৃতপক্ষকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে প্রশাসন। পঞ্চায়েত  সমিতির সভাপতি বলেন, “যে ক’জন খাবার খেয়েছিল, তারাই অসুস্থ হয়েছে। মনেই হচ্ছে খাবারে বিষক্রিয়াতেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসকরাও তেমনটা বলছে। হস্টেলে বিষয়টা খোঁজ খবর করে দেখছি।”


You might also like!