Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Travel

2 years ago

Nalanda :ইতিহাস ছুঁয়ে দেখতে নালন্দা ঘুরে আসুন

Nalanda
Nalanda

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর আদি বিশ্ববিদ্যালয় 'নালন্দা'। ভাবতে গর্ববোধ হয়,যে দেশের আমাদের জন্ম সেই দেশেই আছে বিশ্বের আদি বিশ্ববিদ্যালয়। সংস্কৃতে 'নালন্দা' শব্দটিকে না + আলম +দা এই তিনটি অক্ষরে বিভক্ত করলে এর সম্পূর্ণ আক্ষরিক অর্থ হল - 'জ্ঞান কে উপহার হিসেবে প্রদান করলে তা কখনওই কম হয়ে যায় না'। আধুনিক যুগের মতোই এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পঠন ব্যবস্থা, লাইব্রেরি, হোস্টেল ব্যবস্থা, এই সমস্ত কিছুর যথেষ্ট সুযোগ ছিল। একটি কমপ্লেক্স-এ প্রায় ২০,০০০ ছাত্র অধ্যয়ন করতে পারতো এবং বিদ্যাচর্চার এই প্রক্রিয়া এবং পরিচালনার জন্য ২০০০ শিক্ষক নিযুক্ত ছিলেন।

  নালন্দা আমাদের চিনিয়ে দেয়,ভারতবর্ষের প্রকৃত আত্মাকে।একসময় এই বিশ্ববিদ্যালয়টি পঠনপাঠনের মূল পীঠস্থান হিসেবে পরিগণিত হত। যে স্থানে প্রথম বৌদ্ধ ধর্মের আত্মপ্রকাশ, সেই স্থানেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি। বৌদ্ধদের এই প্রথম শিক্ষাক্ষেত্রটির উন্মেষ ঘটে আজ থেকে বহু বছর পূর্বে। তবে শত্রুপক্ষের হামলায় অতীতের গৌরব একসময় ধ্বংসপ্রায় হয়ে যায়। আপনি কল্পনা করুন, আপনি কমপ্লেক্স-এর মধ্য দিয়ে কাঁধে ঝোলা ব্যাগ আর হাতে বই নিয়ে ক্লাসরুমে ঢুকছেন, আপনার চারপাশে রয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্র এবং শিক্ষক । আর আপনার বিশ্ববিদ্যালয়ের চারিদিকে রয়েছে অনেকগুলি মনেস্ট্রি। আপনি কি লাদাখ বা স্পিতি ভ্যালির কথা ভাবছেন? প্রসঙ্গত জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়টি হিমালয়ান মনেস্ট্রিগুলির থেকেও প্রাচীন। এটি প্রাচীন কালে যথেষ্ট প্রভাবশালী থাকলেও বর্তমানে এটি একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

নালন্দা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি কমপ্লেক্স বর্তমানে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর আখ্যায় ভূষিত।

 সাধারণত নালন্দা, রাজগির,বুদ্ধগয়া একসঙ্গে ঘুরে নেওয়া হয়।

 যাওয়া - কলকাতা থেকে ট্রেনে চলে যান গয়া। সেখান থেকে গাড়ি বুক করে ঘুরে

নেওয়া যায় বুদ্ধগয়া, নালন্দা এবং রাজগীর।

কলকাতা থেকে গয়া নিয়মিত এয়ার ইন্ডিয়ার বিমান রয়েছে।

 থাকা - থাকতে পারেন বুদ্ধগয়া কিংবা রাজগীরে। বিহার পর্যটন নিগমের হোটেল বেশ ভাল। এ ছাড়া, রয়েছে অজস্র বেসরকারি হোটেল।


You might also like!