Travel

5 days ago

Benapur Chor:কলকাতা থেকে কিছুটা দুরেই বেনাপুর চর! বর্ষায় পান ছুটির আমেজ

Benapur Chor (File Picture)
Benapur Chor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আকাশে ‘কৃষ্ণ মেঘ’ থাকলে বেনাপুরের সবুজ রং আরও খোলতাই হয়। সামনে বিশাল রূপনারায়ণ নদ, তার গা ঘেঁষে ঘন সবুজ ঘাসে ঢাকা চর চলে গিয়েছে বহু দূর। প্রিয় মানুষটির হাতে হাত ধরে সেই পথেই হাঁটতে পারেন যত দূর চোখ যায়। চাইলে সবুজের গালিচা বিছানো চরে বসেই সঙ্গীর কাছে উজাড় করে দিতে পারেন মনের কথা। কথা শেষে ছবি তোলার পালা।
এ জায়গা ছবির মতোই সুন্দর। কলকাতা থেকে ঘণ্টা দুয়েকের দূরত্বেই হাওড়া জেলার বাগনানে রূপনারায়ণের পাড়ে বেনাপুরের চর লোকচক্ষুর আড়ালে রয়ে যাওয়া গুপ্তধনের মতোই। ভ্রমণপিপাসুদের কেউ কেউ এর খোঁজ রাখেন। তবে এখনও সে ভাবে সেখানে পর্যটকদের ভিড় হয় না। বিকেল হলেই এখানে গল্প করতে আসেন স্থানীয়রা। গ্রাম্য জায়গা। বিকেলে চপ-মুড়ি নিয়ে বসে জমাটি আড্ডা। আর শীতের দিনে পিকনিক।
বর্ষায় বেনাপুরের চর হয়ে ওঠে আরও সবুজ। বিশাল চরের মধ্যেই খাঁড়ি ভরে যায় জলে। পা ডুবে যায় কাদায়। তবুও সেই রূপ অতি সুন্দর। চরের মাঝে গজিয়ে ওঠা গাছ, নৌকার সারি, তার সঙ্গে মিশে যায় ভাঙনের ভয়াবহতাও। বর্ষা এলেই নদের খিদে বাড়ে। একটু একটু করে তলিয়ে যায় ঘন সবুজ চর। বড় গাছের হেলে পড়া দেখলে মনে হতে পারে এই রূপ প্রকৃত অর্থেই ‘ভয়ঙ্কর সুন্দর’।
কোনও আগাম পরিকল্পনা ছাড়া একটা দুপুরে বেরিয়ে পড়তে পারেন এই রূপ দর্শনে। বেনাপুরের চরে ঘাসজমিতে বসে পছন্দের খাবার খেতে খেতে জমিয়ে আড্ডা দিতে পারেন শেষ বিকালে। হাওয়ার কোনও অভাব নেই এখানে। 

কিভাবে পৌঁছবেন? 
গাড়িতে ১৬ নং জাতীয় সড়ক ধরে চলে আসুন বাগনান। তারপর আন্টিলা বা নুনটিয়ার রাস্তা ধরে আসুন বেনাপুর চর। বাসেও বাগনান এসে টোটো বা অটোয় চড়ে এখানে আসতে পারেন। ট্রেনে এলে নামতে হবে বাগনান স্টেশনে। তার পর অটো বা টোটো বুক করে বেনাপুর চরে।

You might also like!