Travel

9 months ago

Bunting Bird : অরুণাচলের গভীর জঙ্গল থেকে হদিশ মিললো বান্টিং জাতীয় ছোট্ট একটি অচেনা পাখির

Bunting Bird (Collected)
Bunting Bird (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত জঙ্গলে গিয়ে বাংলার দুই পাখি পর্যবেক্ষক ক্যামেরাবন্দি করে ফেললেন বান্টিং জাতীয় ছোট্ট একটি অচেনা পাখির। উত্তর ২৪ পরগনার বাসিন্দা সৌরভ হালদারের সঙ্গী ছিলেন হুগলির শুভ্র পাখিরা এবং স্থানীয় গাইড রবি মেকোলা, রাহুল বড়ুয়া এবং ইয়াশি লামা। ১৭ অক্টোবর ভোর হতে না হতেই বেড়িয়ে পড়া। মিয়াও থেকে প্রায় ৮০ কিলোমিটার দুরে বিজয়নগর তাঁদের গন্তব্য। ‘টার্গেট স্পেসিস’ ভারতে নতুন আবিষ্কৃত লিসু রেন ব্যাবলার। বিজয়নগর গ্রামের লিসু জনজাতিকে স্বীকৃতি দিয়ে পাখিটির নামকরণ করা হয়েছে ২০২২ সালে। দীর্ঘ এই যাত্রাপথে পড়ে বিখ্যাত নামদাফা জাতীয় উদ্যান।

বান্টিং জাতীয় ছোট্ট একটি অচেনা পাখির দেখা মিলতেই কালবিল্মব করেননি পক্ষী প্রেমিক এই বাঙালী তুর্কীরা। যতগুলো সম্ভব ফোটো তুলে নেন তাঁরা। চলে ভিডিওগ্রাফিও।কলকাতা ফিরে সে-সব ছবি, ভিডিও পোস্ট করা হয় পাখি শনাক্তকরণের ফেসবুক প্লাটফর্ম ‘আস্‌ক আইডিজ় অফ ইন্ডিয়ান বার্ডস্’-এ। সাহায্যে এগিয়ে আসেন হংকংয়ের পাখি বিশায়দ টম লি, দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভজিৎ চাকলাদার এবং ব্রিটেন থেকে ব্রায়ান স্ট্রেচরা। এঁদের প্রত্যেকেই তাঁদের দেশে আগে পাখিটিকে দেখেছেন। পাখিটির নাম লাপল্যান্ড লংস্পার।

সুমেরু অঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে এদের বাসভূমি। উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া জুড়ে বিচরণ করে। ও সব অঞলে বেশ পরিচিত পাখি। ছোট, বড় ঝাঁকে থাকে। আকারে আমাদের দেশের চড়াইয়ের মতো। শীতকালে পরিযায়ী হয়ে নেমে আসে মঙ্গোলিয়া, চিন, জাপান, কোরিয়াতে। তাইল্যান্ড এবং ভারতের কাছাকাছি ভুটান থেকেও রেকর্ড আছে। তবে ভারত থেকে এই প্রথম বার এদের খোঁজ পাওয়া গেল।

স্বভাবতই নতুন এই পাখির খোঁজ পেয়ে বাংলার পাখি-দেখিয়েদের উচ্ছ্বাস চোখে পড়ছে।

You might also like!