Technology

7 months ago

TECNO POVA 6 Pro 5G, থাকবে অ্যাডভান্স Dolby Atmos ফিচার

TECNO POVA 6 Pro 5G
TECNO POVA 6 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেকনো সম্প্রতি ডলবি ল্যাবরেটরিস (Dolby Labs)-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। এই অংশীদারিত্বের ফসল হিসেবে আসন্ন Tecno Pova 6 সিরিজের ফোনে ডলবি অ্যাটমস (Dolby Atmos)-এর সাপোর্ট যুক্ত হবে, যা অডিও এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে। এই স্মার্টফোনগুলি চলতি মাসের শেষের দিকে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা MWC 2024 ইভেন্টে লঞ্চ হতে চলেছে। আর এখন, Tecno Pova 6 Pro গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা এর বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এটি গত বছরের Tecno Pova 5 Pro-এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। কি কি তথ্য উঠে এসেছে এই ফোনটির সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।

Tecno LI9 মডেল নম্বর সহ টেকনো পোভা ৬ প্রো গুগল প্লে কনসোল (Google Play Console)-এ তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশন ওয়েবসাইট অনুযায়ী, ফোনটি MediaTek MT6833V/PNZA মডেল নম্বর যুক্ত প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপটি ২.২ গিগাহার্টজের দুটি কর্টেক্স-এ৭৬ কোর এবং ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর নিয়ে গঠিত। গ্রাফিক্সের জন্য, এতে মালি জি৫৭ জিপিইউ-টি যুক্ত থাকবে। তথ্যগুলি নির্দেশ করে যে, এটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর হবে। লিস্টিং অনুযায়ী, টেকনো পোভা ৬ প্রো ১২ জিবি র‍্যাম অফার করবে এবং তবে লঞ্চের সময় এর আরও অপশন আসতে পারে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে।

গুগল প্লে কনসোল-এর ডেটাবেসে টেকনো পোভা ৬ প্রো-এর রেন্ডারও প্রকাশিত হয়েছে। মনে করা হচ্ছে ফোনটিতে কার্ভড ডিসপ্লে থাকবে। রেজোলিউশন ১,০৮০ x ২,৪৩৬ পিক্সেল এবং স্ক্রিন ডেনসিটি ৪৮০ ডিপিআই হবে। ডান পাশে পাওয়ার এবং ভলিউম রকার বাটন অবস্থান করবে।

Tecno POVA 5 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই সিরিজের ভ্যানিলা মডেলের মতোই এই ফোনেও 120 হার্টস রিফ্রেশরেটজুত 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং হাই ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 এমসি2 জিপিইউ আছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং এআই সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য Tecno POVA 5 Pro ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এতে পাওয়ার ব্যাকআপের জন্য 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে NFC এবং 3.5mm জ্যাক দেওয়া হয়েছে। এর সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।

Tecno Pova 5 Pro এর দাম

ভারতের বাজারে Tecno Pova 5 Pro ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 128GB এবং টপ মডেলে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। Tecno Pova 5 Pro এর বেস মডেল 14,999 টাকা এবং বড় মডেল 15,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি Dark Illusion বং Fantasy Silver কালারে পেশ করা হয়েছে।


You might also like!