Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

Samsung Mobile Price Drop: বর্ষশেষে দুর্দান্ত অফার! Samsung এর এই মোবাইল কিনুন ৩০০০ টাকা ছাড়ে

Samsung Mobile Price Drop
Samsung Mobile Price Drop

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষশেষে বড়সড় ডিসকাউন্ট দিচ্ছে Samsung। Galaxy A14 5G ফোনে ২০০০ টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও সংস্থার তরফে আরও আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে।

Samsung Galaxy A14 5G ফোনটির দাম ১৬ হাজার ৪৯৯টাকা। কিন্তু প্রাইস ড্রপ সেলে ২০০০টাকা ছাড় দেওয়ার ফলে ফোনটির দাম হয়েছে ১৪ হাজার ৪৯৯টাকা। এছাড়াও কোম্পানির তরফে বর্ষশেষে ১০০০টাকার অতিরিক্ত ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে ক্রেতারা ফোনটি কিনতে পারবেন ১৩, ৪৯৯ টাকায়। এর পাশাপাশি যদি কোনও ক্রেতা অনলাইনে ফোনটি কেনেন তাহলে ক্যাশব্যাকের সুবিধাও পেতে পারেন।

এই ডিসকাউন্ট শুধুমাত্র 64GB ভ্যারিয়েন্টেই দেওয়া হচ্ছে। অন্য ভ্যারিয়েন্টে এই অফারগুলির কোনওটিই প্রযোজ্য নয়। এই মডেলটিতে রয়েছে ৬.৬০ ইঞ্চির FHD+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90Hz। ডিসপ্লে রেজলিউশন ১০৮০X২৪০৮। ফলে 4K রেজলিউশনের যেকোনও ভিডিও অত্যন্ত ভালোভাবে দেখা যাবে। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। মোট তিনটি কালারে এই ফোনটি বাজারে আনা হয়েছে।


You might also like!